ময়মনসিংহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত মানিক মণ্ডলের ছেলে এমদাদুল হক (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার। তারা ভালুকায় গার্মেন্টসে চাকরি করতেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, এমদাদুল হক তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে জেলার নান্দাইলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিস আক্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে এমদাদুল হক মারা যান। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাগরিস আক্তারের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এমদাদুল হকের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক ময়মনসিংহে ৯৯৯-এ খবর পেয়ে শিশু উদ্ধার ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে অসহায় মানুষর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ময়মনসিংহে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড গৌরীপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ ময়মনসিংহে যৌতোকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: ট্রাকচাপাযময়মনসিংহেস্বামী-স্ত্রী নিহত