গৌরীপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া বাজারের অদুরে গৌরীপুর কলতাপাড়া সড়কের গুজিখা নামক স্থানে ট্রাকচাপায় সাইকেল আরোহী (১৬) অজ্ঞাত এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে (২৮ মে) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ওই কিশোর সাইকেলে চড়ে উল্লেখিত সড়ক দিয়ে গৌরীপুরে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সাইকেল আরোহী কিশোরের মুখমন্ডল থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তসহ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খান।