ময়মনসিংহে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ১, ২০২০

অনলাইন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ নগরীর ৪ নম্বর ওয়ার্ডের তিনকোণা পুকুরপাড় এলাকার ছাত্র মেছে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ।

নিহত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এর শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওসি মাহমুদুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।