ময়মনসিংহে ৯৯৯-এ খবর পেয়ে শিশু উদ্ধার

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ৯৯৯ নম্বরে খবর পেয়ে সাকিব (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফায়েজুর রহমান জানান, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকার স্থানীয় লোকজন একটি অজ্ঞাত শিশুকে পেয়েছে বলে ৯৯৯ নম্বরে কল করে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার নাম সাকিব, পিতার নাম পারভেজ, মাতার নাম তাসলিমা ও সে হাজী আক্কাস আলী মেমোরিয়াল একাডেমিতে নার্সারী শ্রেণীতে পড়ে। তার মা তাসলিমা শ্রীপুর থানাধিন গরগরিয়া মাস্টার বাড়ি এলাকায় একটি পোষাক কোম্পানীতে চাকরি করেন। সাকিব মায়ের সঙ্গে থাকে।

পরে পাগলা থানা পুলিশ রাতে পার্শ্ববর্তী শ্রীপুর থানা পুলিশের সহযোগীতায় সাকিবকে তার মা তাসলিমার কাছে পৌঁছে দেয়।