হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবময় ও অহংকারের দিন। সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচী ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে সূর্যদয়ের সাথে সাথে তপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত প্রথমেই উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবির মানুষ জাতির মহান শহীদদের অকৃত্রিম ভালবাসায় শ্রদ্ধাভরে স্মরণ করেন। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আলোকচিত্র প্রদর্শনী করে এবং হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌরমেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাবেক অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহকারি কমিশনার (ভুমি) তৌহিদুর রহমান, অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, হালুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম,সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষসহ প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে ব্যক্তি উদ্যেগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে পুকুরের পানিতে ভাঁসমান অনার্স পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্বার হালুয়াঘাটে ভাগিনার চুরি যাওয়া গরু উদ্বার করতে গিয়ে মামাসহ আহত-৩ হালুয়াঘাটে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হালুয়াঘাটে কংশ নদীর উপর নির্মিত ৩টি ফুটব্রীজের শুভ উদ্বোধন হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হালুয়াঘাটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হালুয়াঘাটে বিশ্ব খাদ্য দিবস পালিত হালুয়াঘাটে প্রয়াত সাংবাদিক এম.এ হামিদ এর স্মরণে দোয়া-মাহফিল SHARES Matched Content দেশের খবর বিষয়: মহান বিজয় দিবস পালিতহালুয়াঘাটে