হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট হালুয়াঘাট উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় শোক দিবস/২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল কবীর তরফদার, অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ প্রমুখ।
দৈনিক সময় সংবাদ

এছাড়াও হালুয়াঘাট থানা, হালুয়াঘাট পৌরসভা, হালুয়াঘাট প্রেসক্লাব, উপজেলা মহিলা আওয়ামীলীগ লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সরকারি/বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন।