হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবময় ও অহংকারের দিন। মহান বিজয় দিবসের দ্বিতীয় প্রহরে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্পসারিত প্রশাসনিক ভবন এর প্রাঙ্গণে কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচী ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। প্রথমেই উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি সর্বসাধারণ জাতির মহান শহীদদের অকৃত্রিম ভালবাসায় শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার(ভূমি) তানভির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন