হালুয়াঘাটে বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১
হালুয়াঘাটে বিশ্ব খাদ্য দিবস পালিত

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ই অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

বিশেষ হিসেবে উপস্থিত অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান প্রমূখ।