তৃতীয় লিঙ্গের শাহিদা খুলনার ইউপি সদস্য দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১ অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়ার ছয় নম্বর মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদে (ইউপি) নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি (৪৩)। তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। মাইক প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন তিনি। তিনি চার জন মহিলা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। শাহিদা মাইক প্রতীকে পান দুই হাজার ৭৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলা বেগম পেয়েছিন এক হাজার ৭১৪ ভোট। শাহিদা ডুমুরিয়ার ছয় নম্বর বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা। এখানে দীর্ঘদিন ধরে নিজে বাড়ি করে বসবাস করছেন। তার বাবার বাড়ি দক্ষিণ চুকনগর। বাবা নাম আব্দুর রাজ্জাক মোড়ল। শাহিদা বিবি বলেন, জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। আমি আমাদের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। হিজড়া সম্প্রদায়ের লোকদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সব সময়ই গরিব, দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব। আমি কোন দিন কোন মানুষকে কটু কথা বলিনি। কাউকে বিরক্ত করিনি। যে কারণে মানুষ আমাকে মূল্যায়ন করেছে। তিনি আরও বলেন, হিজড়া জনগোষ্ঠী নিয়ে মানুষের চিন্তা পাল্টে দিতে চাই। সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সব ভোটারদের কাছে আমি ঋণী। সংরক্ষিত তিনটি ওয়ার্ডে তৃতীয় লিঙ্গের আর একজন ভোটার ছিলেন মুক্তা মনি। যে সব সময় আমার নির্বাচনের কাজে সহযোগিতা করেছে। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটের দিন বিভিন্ন এলাকা থেকে সাত-আট জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। শাহিদা বলেন, খুলনায় ইউপি নির্বাচনে আমি প্রথম বিজয়ী হয়েছি। আমার বিজয়ে জনগণের সঙ্গে সঙ্গে মা-বাবাও ভীষণ খুশি। আগামীর পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। মানুষ যে ভালোবাসা দিয়েছে তার প্রতিদান দিতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই। ২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদেরকে সর্বপ্রথম ভোটাধিকার দেওয়া হয়। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়৷ ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার৷ ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন৷ Share this:FacebookX Related posts: বেনাপোলে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরবনে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক খুলনা ডুমুরিয়া ভোকেশনাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্প চিতলমারীতে ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই! বেনাপোল চেকপোস্টে ১৮১ কুলি লেবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ যশোরের শার্শায় উপ-স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত চিতলমারীতে ১০০ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান সুন্দরবনে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান শার্শায় ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু জীবন নিয়ে বিপাকে নরসুন্দর জীবন শিকদার বাস টার্মিনাল এলাকায় ধর্ষণের শিকার কিশোরী ঝিনাইদহে বিএনপির মানববন্ধনের ব্যানার কেড়ে নিল পুলিশ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খুলনার ইউপি সদস্যতৃতীয় লিঙ্গেরশাহিদা