বাস টার্মিনাল এলাকায় ধর্ষণের শিকার কিশোরী

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

অনলাইন ডেস্ক : যশোরের মনিহার বাস টার্মিনাল এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার সালাউইদ্দন সিকদার জানান, যশোরের এমকে পরিবহনের স্টাফ মনির হোসেনের সঙ্গে ধর্ষিতার দীর্ঘদিনের সম্পর্ক। বৃহস্পতিবার রাতে ওই কিশোরী রাজশাহী থেকে যশোরে মনিরের সঙ্গে দেখা করতে আসে। দিবাগত রাত ৩টার দিকে মনির তাকে ধর্ষণ করে। পরে বাস টার্মিনাল এলাকার লোকজন পুলিশ ডেকে তাদের ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ৬ জনকে আটক করে।

শুক্রবার সকালে কোতয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত সেখ তাসমীম আলম বলেন, ‘এ ঘটনায় মনিরকে আসামি করে মামলার প্রস্তুতি চলেছ। আটক বাকি ৫ জন এই মামলার সাক্ষী। মামলার পর সাক্ষীদের ছেড়ে দেয়া হবে।’