সিরাজগঞ্জে ১৭ ইউপির ১৬টিতে আ.লীগ প্রার্থীর জয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের ১৭ ইউপি নির্বাচনে ১৬টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে বিজয়ী হয়েছেন। এরমধ্যে সদর উপজেলার ৭ ও রায়গঞ্জ উপজেলার ৯টিতে আওয়ামলীগ বিজয়ী হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকালে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাগবাটি ইউনিয়নে আ,লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২৬ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান ডেভিট মোটর সাইকেল প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট। খোকশাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা ১০ হাজার ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনজুর রহমান বকুল আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৩৯ ভোট। শিয়ালকোল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা ১৫ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম সরকার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯০ ভোট। কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর শেখ নৌকা প্রতীকে ১১ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৪ ভোট। এছাড়া বহুলী ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন আনারস প্রতীকে ৬ হাজার ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী মনজুরুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন ৫ হাজার ৯৯০ ভোট। আ.লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে তিনজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বি তায় নির্বাচিত হন। এছাড়া রায়গঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের সবকটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছে। এর মধ্যে তিনজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বি তায় নির্বাচিত হয়েছেন। রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে আ,লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান খান ২২ হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আকমল আকন্দ আনারস প্রতীকে পেয়েছেন ৯৪৩ ভোট। সোনাখাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন ৮ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন ছানা ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪২২ ভোট পেয়েছেন। ধুবিল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান রাসেল ৫হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হাসান ইমাম তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৭ ভোট। এছাড়া ঘুড়কা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার নৌকা প্রতীকে ১৬ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতমপ্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবু তালেব খন্দকার আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৯৩ ভোট। নলকা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৯ হাজার ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮১১ ভোট। পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নান্নু নৌকা প্রতীকে ৮ হাজার ৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন শেখ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৭৫ ভোট। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থীরা হলেন, ধামাই নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রাইসুল হাসান তালুকদার সুমন, ধানগড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মীর ওবায়দুল মাসুম ও ব্রহ্মগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার লিটন। Share this:FacebookX Related posts: সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার সিরাজগঞ্জে আগুনে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ-৭ সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপদসীমার ওপরে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, বন্যা পরিস্থিতির আরো অবনতি সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষন রক্ষা বাঁধে ৫০মিটার ধস সিরাজগঞ্জে একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ১ সিরাজগঞ্জে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৬টিতে১৭ ইউপিরআ.লীগ প্রার্থীর জয়সিরাজগঞ্জে