সিরাজগঞ্জে একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে একই দিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এসব বিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৫৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ইউএনও আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও আনিসুর রহমান জানান, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল থেকে ওইদিন দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বেলকুচি পৌরসভা এলাকার চালা অফিসপাড়ায় একাদশ শ্রেণির ছাত্রী (১৭), ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২), রায়দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর এলাকার দশম শ্রেণির ছাত্রী (১৫) ও বেলকুচি সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ করা হয়। চারটি বাল্যবিয়ের মধ্যে তিনটিতে কনে অপ্রাপ্ত বয়স্ক ও একটিতে বর-কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক ছিল।

বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের নিকট থেকে এ সময় মোট ৫৫ হাজার টাকা জমিরানা আদায় করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই অভিভাবকদের কাছ থেকে ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।