হালুয়াঘাটে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে আটক-১,মামলা প্রত্যাহার করতে হুমকি

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে একজনকে আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষনের শিকার অন্তঃস্বত্তা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা প্রত্যাহার করতে হুমকি প্রদান করছেন আটক কামাল উদ্দিনের স্বজনরা।

মামলার বিবরণে প্রকাশ, উপজেলার গাজিরভিটা ইউনিয়নের লামুক্তা গ্রামের ৫ম শ্রেনীর (১৪ বছরের) এক স্কুল ছাত্রীকে গত বছরের ৩০ নভেম্বর একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র কামাল উদ্দিন (৫৫) ২০ টাকা দেওয়ার প্রলোভনে ধরে নিয়ে কামাল উদ্দিনের পুত্র জুয়েল এর বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করিয়া চৌকিতে শুয়াইয়া শিক্ষার্থীর ইচ্ছার বিরোদ্ধে জোর পূর্বক ধর্ষন করেন। পরে বিশ টাকা স্কুল ছাত্রীর হাতে দিয়ে চলে যাইতে বলেন। এছাড়াও বিভিন্ন সময় ও তারিখে কামাল উদ্দিন জঙ্গলে নিয়ে একাধিকবার স্কুল ছাত্রীকে ধর্ষন করেন। বর্তমানে ধর্ষনের শিকার স্কুল ছাত্রী ২৬ সপ্তাহের অন্তঃস্বত্তা রয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।

ধর্ষনের শিকার অন্তঃস্বত্তা স্কুল ছাত্রীর চাচা মোহাম্মদ এরশাদ মিঞা সাংবাদিকদের বলেন, কামাল উদ্দিনের স্ত্রী পুত্রসহ নিকট আত্মীয়স্বজনরা মামলা প্রত্যাহার করতে বিভিন্ন ভাবে হুমকি প্রর্দশন করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আসংখ্যা করছেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন, ধর্ষনের শিকার অন্তঃস্বত্তা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে অত্র থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১৩ জুন হালুয়াঘাট থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু করা হয়। যাহার মামলা নং-০৭। পাশাপাশি অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেফতার করে বিজ্ঞআদালতে সপোর্দ করা হয়। মামলা প্রত্যাহার করতে হুমকি প্রদান করছেন এমন অভিযোগের সত্যতা পেলে তাদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।