নওগাঁয় ভ্রাম্যমান আদালত কর্তৃক বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : সরকারের ভাতা ভোগী হওয়া সত্বেও ত্রানের জন্য রাস্তায় নেমে সরকারের বিপক্ষে মিছিলের জন্য উদ্ভুদ্ধ করায় নওগাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় মেহেদি হাসান নামে এক যুবকের তিনদিন বিনাশ্রম কারাদন্ড ও চন্ডিপুর প্রামানিক পাড়া গ্রামের মানিকের (৩২) এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরানপাড়া গ্রামের মিনা বেগম ও বলির ঘাট গ্রামের লিটন (৪৭) কে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘরে খাবার নাই বলে লোকজনকে রাস্তায় এসে সরকারের বিরুদ্ধে মিছিল বা স্লোগান দেয়ার চেষ্টা করছিল। অথচ তাদের বাড়িতে যথেষ্ট পরিমান খাবার আছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে খাবার নাই বলে আতঙ্ক সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বিরুদ্ধচারন করছিল তারা। তারা ভিজিডিসহ সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে আসছে। তা সত্বেও স্থানীয় লোকজন ডেকে নিয়ে রাস্তায় জনসমাগম করে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। পরে একজনের বিনাশ্রম কারাদন্ড, একজনের জরিমানা ও দুইজনের মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড র্যাফেল ড্র এর টিকিট বিক্রি’র দায়ে নাচোলে ১৩ জনের বিনাশ্রম কারাদন্ড লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের ২২ বছর সশ্রম কারাদণ্ড নওগাঁ সাপাহারে ভুয়া চিকিৎসক আটক : ভ্রাম্যমান আদালতে জরিমানা আদালত চালুর দাবীতে রাজশাহীতে মানববন্ধন জয়পুরহাটে বিপুল পরিমান ভেজাল গুড় উদ্ধার ধুনটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণসহ হত্যা মামলার ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content আইন আদালত বিষয়: কর্তৃককারাদন্ড ও জরিমানানওগাঁয় ভ্রাম্যমান আদালতবিনাশ্রম