চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের ২২ বছর সশ্রম কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের প্রত্যেককে ২২ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।তবে একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় ৫ জনকে খালাস দেয় আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী এ রায় প্রদান করেন। তবে, এ মামলায় মোস্তফা কামাল নামে একজন পলাতক রয়েছে। দন্ড প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, রাজশাহী মহানগরীর মতিহার থানার চর কাজলা মহল্লার আবু তারেকের ছেলে মোঃ মাসুদ (৩৬) ও রাজশাহী জেলার চারঘাট থানার সিংগল গ্রামের মৃত বিচ্ছাদ সরদারের ছলে মোঃ মোস্তফা কামাল (৩২)। অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে ভোর প্রায় সোয়া ৫টার দিকে একটি ট্রাকে (নবাবগঞ্জ-ট-০২-০০৩৬) অভিযান চালিয়ে ট্রাকের পাটাতনের বিশেষ জায়গা থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগজিন রাউন্ড গুলি ও ৭’শ ৩১ বোতলসহ তাদের আটক করে। এ ঘটনায় এস আই মোঃ গোলাম রসুল বাদী হয়ে মোঃ মাসুদ ও মোস্তফা কামালসহ ৭ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী ২০১৬ সালের ৩০ জুন তাদেরকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। বাকি ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হচ্ছে, মোঃ জামিল, মোঃ আতিক, মোঃ রবু, মোঃ সাহু ও সোহেল রানা। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জের ২ পুলিশ সদস্য পেলেন বিপিএম পুলিশ পদক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা মেয়ে নিহত চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ ব্যক্তির মৃত্যুদন্ড লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ চাঁপাইনবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে পিঠা উৎসব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিরল প্রজাতির হরিণ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস SHARES Matched Content আইন আদালত বিষয়: ২ জনের২২ বছর সশ্রম কারাদণ্ডঅস্ত্র ও মাদক মামলাচাঁপাইনবাবগঞ্জ