আদালত চালুর দাবীতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০

অনলাইন ডেস্ক : নিয়মিত আদালত চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক পারভেজ, তৌফিক জাহেদী, সদস্য আবদুল ওয়াহাব জেমস, হিমেল, নাসির উদ্দিন, সেকেন্দার আলী, শামসুল হক আতিকুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা, ভার্চুয়াল কোর্ট দিয়ে বিচারপ্রার্থী ও উকিলদের সমস্যা সমাধান হবার নয় বলে মন্তব্য করেন।