র‌্যাফেল ড্র এর টিকিট বিক্রি’র দায়ে নাচোলে ১৩ জনের বিনাশ্রম কারাদন্ড

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোর ভুবন র‌্যাফেল ড্র এর টিকিট বিক্রির দায়ে ১৩ জনের বিনা-শ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ১০ টায় প্রত্যককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নাচোল উপজেলার বিভিন্ন মহল্লায় অটো-ভ্যান যোগে “আলোর ভুবন র‌্যাফেল ড্র” এর টিকিট বিক্রি’র দায়ে চাঁপাইনবাবগঞ্জ’র ডিবি পুলিশের একটি দল তাদেরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দন্ড প্রাপ্তরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মির্জাপুর গ্রামের বোদ্ধনাথের ছেলে নির্মল (৪৮),বানিয়াল গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মামুন আলী(২৫),আতাউর রহমানের ছেলে সফর আলী(২২),গঙ্গারামপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আপেল (২২)কশিমুদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২০),মুকুলের ছেলে হাবীব(২৫)শহিদুল ইসলামের ছেলে ফরিউজ্জামান(২৪) বলদিপাড়া গ্রামের সদর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৩),মোহনপুর উপজেলার মহেশপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাসান আলী (২২), পবা উপজেলার তেতুলিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী(৪৩)চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে তোরাব আলী (২৭),আঝইর গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) নওগাঁ জেলার পতিœতলা উপজেলার ঘোষনগর গ্রামের জয়নাল হকের ছেলে মিলন (২৬)।

নাচোল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা বলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার ভিমনগর টিপটপ ক্লাবের উদ্যোগে মাসব্যাপি মেলায় “আলোর ভুবন র‌্যাফেল ড্র এর টিকিট” অবৈধ ভাবে নাচোল উপজেলায় বিক্রি করার দায়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ ১৩জনকে আটক করে। পরে তারা সকলেই দোষস্বীকার করায় ১৫দিন করে তাদের প্রত্যককে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।