বগুড়ায় দেড় কেজি গাঁজা ও অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় দেড় কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ রাকিব হাসান সবুজ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ সেপ্টেম্বর শনিবার দুপুর সোয়া ১টার সময় শহরের বড় কুমিড়া জিলাদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা, তিনটি চাপাতি ও একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার যুবক নূরানী মোড় খাঁ পাড়া এলাকার রায়হান শেখের ছেলে।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাকিব একজন পেশাদার অপরাধী। এর আগেও তার নামে দুটি মাদক ও একটি অপহরণসহ তিনটি মামলা আছে।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাকিব শহরের বড় কুমিড়া তার ভাড়া বাসায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। তার সেই বাড়িতে পুলিশ অভিযান চালালে রাকিব পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হলে একটি প্লাাস্টিকের সাদা ব্যাগ থেকে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়াও দেশীয় অস্ত্রগুলো সে মূলত নিজের নানা অপকর্ম টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ব্যবহার করতো।

সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেফতার রাকিব চিহ্নত অপরাধী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ও অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে রোববার জেলা হাজতে পাঠানো হয়েছে।