বসতঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায় পরিবারকে বসতঘর নির্মাণে আর্থিক সহায়তা করা হয়েছে।রোববার সকালে দীঘিনালা জোন সদরে জোন অধিনায়কের পক্ষ থেকে ক্যাপ্টেন সুহৃদ শুভানন হতদরিদ্র অসহায় ত্রিপনা চাকমা (৩৫) কে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ত্রিপনা চাকমা উপজেলার বাবুছড়া ইউনিয়নে হেডম্যান পাড়া জারুলছড়ি এলাকার বাসিন্দা।

আর্থিক সহায়তা পেয়ে তিনি বলেন, সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত।