সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: প্রেমিক পার্থ গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে একমাত্র আসামি ভিকটিমের প্রেমিক পার্থ মন্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে ভারতে পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হত্যায় ব্যবহৃত ইলেকট্রিক ক্যাবল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান হত্যাকাণ্ডের এসব তথ্য জানান। মোস্তাফিজুর রহমান বলেন, জেলার দেবহাটার টিকে গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী পূর্ণিমা দাসকে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ক্যাবল পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠে তার প্রেমিক একই গ্রামের প্যারা মেডিক্যালে অধ্যয়নরত ছাত্র পার্থ দাসের বিরুদ্ধে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন পূর্ণিমার বাবা শান্তি দাস দেবহাটা থানায় পার্থকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার সন্ধ্যায় ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে পার্থ দাসকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশের কাছে জবানবন্দিতে পার্থ পূর্ণিমাকে হত্যার কথা স্বীকার করে। পূর্ণিমার সাথে অন্য একটি ছেলের সম্পর্কের কারণে তাকে ধর্ষণের পর গলায় ক্যাবল পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এদিকে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে একাধিক এনজিও প্রতিনিধিরা নারির প্রতি সহিংসতা প্রতিরোধে এবং পূর্ণিমা রাণী হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। সেখানে বক্তারা পূর্ণিমার হত্যাকারিদের ফাঁসির দাবি জানান। Share this:FacebookX Related posts: সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ চোরাচালানি আটক সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরায় র্যাবের অভিযানে ভূয়া নিয়োগ পত্রসহ দুই প্রতারক গ্রেফতার যশোরের নাভারন রেলষ্টেশন থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-১ বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আটক-২ শার্শা কামারবাড়ী এলাকা থেকে ৭২ লিটার চোলাই মদসহ আটক-১ বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল ও ৪টি গাঁজা গাছ উদ্ধার সাতক্ষীরার ফোর মার্ডার মামলায় রায়হানুল ৫ দিনের রিমান্ডে যশোরে প্রায় দুই লাখ ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ী আটক পাইকগাছায় তিন বছরের সাজাপ্রাপ্ত ৩ আসামী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ধর্ষণ-হত্যা:প্রেমিক পার্থ গ্রেফতারসাতক্ষীরায়স্কুলছাত্রী