নীলসাগর এক্স‌প্রেসে ফে‌ন্সি‌ডিলসহ আটক ১

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ার সান্তাহারে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্স‌প্রেস ট্রেন থেকে ফে‌ন্সি‌ডিলসহ এক মাদক পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে রেলও‌য়ে পু‌লিশ।মঙ্গলবার রা‌ত ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত জামাল হো‌সেন (৩৫) দিনাজপুরের বিরামপুর থানার জগন্নাথপুর গ্রা‌মের বাসিন্দা।

সান্তাহার জিআর‌পি থানা সূত্র জানায়, ওই ট্রেনে দা‌য়িত্বরত এসআই জা‌রিফুল ইসলাম ট্রে‌নের ‘গ’ ব‌গি‌তে যাত্রী‌বে‌সে থাকা ওই মাদক পাচারকারী‌কে বস্তায় রাখা ৭১ বোতল ফে‌ন্সি‌ডিলসহ আটক ক‌রেন। এ ব্যাপা‌রে সান্তাহার জিআর‌পি থানায় মামলা করা হ‌য়ে‌ছে। ট্রেন‌টি নীলফামা‌রী থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন এসআই জা‌রিফুল ইসলাম।