শ্বশুর অপহরণ মামলায় জামাইসহ তিনজন গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ায় শ্বশুরকে অপহরণ মামলায় জামাইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামাই আবু সাঈদ (৩০), জিয়াউর রহমান (৩৮) এবং হৃদয় প্রামাণিক (২২)।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩১ আগস্ট রাতে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামে থেকে শ্বশুর গোফফার শাহকে অপহরণ করা হয়। এঘটনায় গোফফারের ছেলে আলালবাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ মামলা করেন। অপহরণের সঙ্গে গ্রেফতার তিন ব্যক্তিসহ আরো অনেকে জড়িত। গ্রেফতার আবু সাঈদ গোফফার শাহর সম্পর্কে জামাই হন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, গ্রেফতার তিনজনকে আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।