নওগাঁয় বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ীর সাথে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বন্দুক যুদ্ধে আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাকাঁপুর ব্রিজের পাশের এ ঘটনা ঘটে। নিহত আওরঙ্গজেব জিবু কুশুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের লবির উদ্দিনের ছেলে। আহতরা হলেন, ডিবি’র এএসআই মেহেদী হাসান, কনস্টেবল রুমন হোসেন ও শিমুল মির। মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ী বাজার থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মাদক সহ আওরঙ্গজেব জিবুকে আটক করে। এসময় জিবু আরো মাদককের সন্ধান দিতে চান। পরে ডিবি পুলিশকে রাত ৩টার দিকে মাদকের স্থলে নিয়ে যাওয়ার সময় দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাকাঁপুর ব্রিজের পাশের জিবুর সঙ্গপাঙ্গরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গোলাগুলির মধ্যে পড়ে আওরঙ্গজেব জিবু নিহত হন। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম ঘটনা নিশ্চিত করে বলেন, আওরঙ্গজেব জিবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে ডিবি পুলিশরা আটকের পর অভিযান পরিচালনা করে। পরে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা ডিবি পুলিশও গুলি করে। এতে গোলাগুলির মাঝে পড়ে আওরঙ্গজেব জিবু নিহত হয়। ঘটনায় তিন ডিবি পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁয় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক নওগাঁয় ৬৮ কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক নওগাঁয় ২৬কেজি গাঁজাসহ আটক-২ নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার সামাজিক দুরত্ব বাজায় রাখতে নওগাঁয় কঠিন অবস্থানে সেনাবাহিনী নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ SHARES Matched Content অপরাধ বিষয়: এক মাদক ব্যবসায়ী নিহতনওগাঁয়বন্দুক যুদ্ধে