ভৈরবে সাত ঘণ্টা পর ট্রেন চালু

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক:
ভৈরব উপজেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে ভৈরব থেকে ঢাকা যাওয়ার রেল রুটের আপ লাইন ৭ ঘণ্টা পর চালু হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে রেলওয়ের উদ্ধারকারী টিম বগিটি উদ্ধার করে রেল রুট চালু করেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ভৈরব-ঢাকা রেল রুটের উপজেলার জগন্নাথপুর এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব থেকে ঢাকা যাওয়ার রেল রুটের আপ লাইন বন্ধ হয়ে যায়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহাম্মদ বিশ্বাস  জানান, শুক্রবার ভোর ৫টার দিকে রেলওয়ে উদ্ধারকারী টিম লাইনচ্যুত বগিটি উদ্ধার করেছে।
বগিটি উদ্ধারের পর রেল রুট চালু করায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।