অসময়ে মাচায় তরমুজ চাষে লাভবান জয়পুরহাটের কৃষকরা প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে অসময়ে মাচায় তরমুজ চাষ করে দাম ভাল পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। মাধাইনগর ও ধলাহার এলাকায় ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক প্রকার তরমুজ মাচায় দুলছে। এরমধ্যে ইয়েলোবার্ড জাতের তরমুজ খুব জনপ্রিয়। তরমুজ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, অসময়ে তরমুজ চাষ করে দাম ভালো পাওয়ায় তারা লাভবান হচ্ছেন। ধলাহার গ্রামের তরমুজ চাষি আতিকুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে মাচায় তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে ৩০ শতাংশ জমিতে ও একই এলাকার চাষি নবির উদ্দিন ৩৩ শতাংশ জমিতে মে মাসের ১৬ তারিখে তরমুজের চারা রোপণ করেন। তরমুজের জালি যাতে নষ্ট না হয়, সেজন্য পলি দিয়ে ঢেকে রাখা হয়েছে। তিন মাসের ফসল হিসাবে এসব তরমুজ চাষ করে খরচ বাদে বিঘা প্রতি প্রায় ৫০ হাজার টাকা লাভ থাকছে বলে জানান কৃষকরা। বর্তমানে বাজারে কলো রংয়ের তরমুজ ৪০ টাকা ও হলুদ রংয়ের তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। অসময়ে তরমুজ চাষ করে দাম ভালো পাওয়ার কথা জানান, তরমুজ চাষি আতিকুল, শহিদুল ও নবির উদ্দিন। অসময়ে তরমুজ চাষে উদ্বুদ্ধ করা এবং কারিগরি সহায়তা দিয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’। স্থানীয়ভাবে চাষ হওয়া ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক জাতের তরমুজ সু-স্বাদু হওয়ায় চাহিদা কিছুটা বেশি তাই দামও তুলনা মুলক বেশি পাওয়া যাচ্ছে। মৌসুমী তরমুজগুলো অন্য জেলা বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে আসে। ওই তরমুজ শেষ হওয়ার পরেই স্থানীয়ভাবে এই তরমুজ বাজার আসে। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স.ম. মেফতাহুল বারি জানান, জয়পুরহাটে চলতি মৌসুমে একশ বিঘার বেশি জমিতে এবার মাচায় তরমুজ চাষ হয়েছে। অসময়ে তরমুজ চাষ করে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় তরমুজ চাষিরা বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: কুমিল্লার কৃষকরা বাদাম চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম কে বিদায় সংবর্ধনা শেরপুরে সাধু জর্জের ধর্মপল্লীতে যাজকীয় অভিষেক অনুষ্ঠিত জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার হালুয়াঘাট থানায় ওসি মোহাম্মদ আলী মাহ্ মুদ’র যোগদান আত্রাইয়ে প্রকৃতি রুপকন্যা শিমুল বিলুপ্ত প্রায় ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা পঞ্চগড়ে মাল্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা আত্রাইয়ে লাউয়ের মাচায় দুলছে কৃষকের স্বপ্ন সোনাগাজীতে ফসলী জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কৃষকরা নিমু ডাক্তারের এক সাইকেলেই পার ৭৫ বছর অটোরিকশা-মোটরসাইকেল সংর্ঘষে কলেজছাত্র নিহত SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: অসময়েকৃষকরাচাষেজয়পুরহাটেরতরমুজমাচায়লাভবান