১৩ বছর পর সেই খলিল আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর তাজেনুর হত্যা ১৩ বছর পরে ওই মামলার আসামি স্বামী খলিলুর রহমানকে (৫৫) আটক করা হয়।সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়। এর আগে ভোররাতের দিকে বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।আটককৃত খলিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। আটক খলিল পাথরঘাটা উপজলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ীয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও নিহত তাজেনুরের স্বামী।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালে পাথরঘাটায় তাজেনুর বেগমকে তার সৎ ছেলে এসমাইল হোসেন রাতের আধারে তার বাবার কথা বলে ডেকে ধান ক্ষেতে নিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গুম করে। পরে স্থানীয়রা মরদেহ দেখলে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজেনুরের মরদেহ উদ্ধার করলে মরদেহে ২২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ দেখতে পান। পরে তাজেনুরের সৎ ছেলে ইসমাইলকে হত্যর ঘটনার সাথে জরিত সন্দেহে আটক করে।ওই হত্যা মামলার অন্যতম আসামি সতিনের ছেলে ইসমাইল জেল হাজতে রয়েছেন। দীর্ঘ বছর পলাতক থাকার পরে তাজেনুর হত্যার অন্যতম আসামি স্বামী খলিলুর রহমানকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে আটক করা হয়।পাথরঘাটা থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, চাঞ্চল্যকর তাজেনুর হত্য মামলার আসামি খলিলকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে ভুয়া ডাক্তার আটক ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক ইয়াবাসহ আনসার সদস্য আটক বরিশাল সড়কে মুক্তিযুদ্ধার মৃত্যু মির্জাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সহাস্রাধিক শিক্ষার্থীদের শপথ খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক জেলের নৌকায় বজ্রপাতে একজন নিহত মির্জাগঞ্জের বাজার সড়ক যেন ছোট নদী চলাচলে দুভোগ কুয়াকাটায় অর্ধগলিত লাশ উদ্ধার মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলার দুই পৌরসভায় নৌকার জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৩আটকখলিলপরবছরসেই