সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে যাওয়ায় সীমাহীন ভোগান্তি প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া-ডালিমা সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী সেতুর দুই পাশে টেকসই অ্যাপ্রোচ সড়ক নির্মাণের দাবী জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজের প্রচেষ্টায় এলজিইডির অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে কালাইয়া, নাজিরপুর, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপন হয়েছে। অবশ্য সেতুটি নির্মাণের পর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক গলার কাঁটায় পরিণত হয়েছে। কয়েকবার অ্যাপ্রোচ সড়ক মেরামত করা হলেও কিছুদিন যেতে না যেতেই তা ভেঙে যায়। বর্তমানে অ্যাপ্রোচ সড়কের অবস্থা খুবই নাজুক। প্রায় সময় সেতু পারাপারের ক্ষেত্রে অ্যাপ্রোচ সড়কের খাদে পড়ে যায় টমটম ও অটোরিক্সা। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী বলেন, উপজেলার বাণিজ্যকেন্দ্র কালাইয়া হাটে প্রতি সোমবার সেতুর অ্যাপ্রোচ সড়ক ঘেঁষে ধুরে (বড় ট্রলার) গরু ও মহিষ লোড-আনলোড করা হয়। ফলে অ্যাপ্রোচ সড়ক ভেঙে যায়। বড় ডালিমা গ্রামের ব্যবসায়ী আমির হোসেন বলেন, সেতুর দুই পাশে টেকসই অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা প্রয়োজন। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, খুব দ্রুত সেতুটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। Share this:FacebookX Related posts: ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা ব্রীজের জন্য আট কোটি টাকার সড়কে চলাচল বন্ধ রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, নিহত ৩ কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ, ২টি গাড়ি ভেঙে চুরমার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ সেতুর দুই পাশে সংযোগ সড়কের বেহাল দশা, যান চলাচল বন্ধ ২ ইট চুরির অভিযোগে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন অটোরিকশা-মোটরসাইকেল সংর্ঘষে কলেজছাত্র নিহত অসময়ে মাচায় তরমুজ চাষে লাভবান জয়পুরহাটের কৃষকরা টাঙ্গাইলে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মমেকের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: অ্যাপ্রোচভেঙেভোগান্তিযাওয়ায়সড়কসীমাহীনসেতুর