হালুয়াঘাটে পুকুরের পানিতে মুরগীর বিষ্টা ফেলে ৫০ হাজার টাকার মাছ মারার অভিযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরের পানিতে মুরগীর বিষ্টা ফেলে ৫০ হাজার টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ১ জুলাই ভুক্তভোগী ভেকিপাড়া গ্রামের মৃত ছুলমান ফকির এর পুত্র আইয়ুব আলী উপজেলা মৎস্য অফিসার ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, একই গ্রামের প্রতিবেশী মহব্বর আলী এর পুত্র জহুরুল ইসলাম (৩০) নিজ বাড়ির সাথে ১০ শতাংশ ভূমির পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করেন, মাছগুলি ১-৩ কে.জি. ওজনের হয়েছিল। বিবাদীরা পূর্ব হইতে তাদের মুরগীর খামারের বিষ্টা ও পচা পানি উক্ত পুকুরে ফেলিয়া মাছের ক্ষতি করেন। এ বিষয়ে স্থানীয় ইউ.পি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিবাদীদেরকে আর কোনদিন মুরগীর বিষ্টা পুকুরে না ফেলার জন্য নিষেধ করেন। কিন্ত বিবাদীরা তাদের কথা না শুনে মুগরীর খামারের বিষ্টা পুনরায় আমাদের পুকুরের পানিতে ফেলতে থাকে। পুকুরের পানিতে মুরগীর বিষ্টা ফেলা অব্যহত রাখার ফলে গত ৩০ জুন রাত্রী আনুমানিক ১২.০০ টার সময় হইতে পুকুরের মাছ মরিয়া ভেসে উঠে। এতে ভুক্তভোগীর আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাকে কেও মুরগীর খামারের বিষ্টা পুকুরে ফেলার জন্য নিষেধ করেন নি। অল্প কিছু মাছ মারা গিয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাটির বিষয়ে অবগত রয়েছেন। ঘটনাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। Share this:FacebookX Related posts: প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড পেলেন ফুলবাড়িয়ার তিন নক্ষত্র গৌরীপুরে শহীদ হারুন দিবস পালিত কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার কেন্দুয়ায় সংবর্ধিত হলেন যুগলবন্দী কাব্যগ্রন্থের দুই কবি ঈশ্বরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক যাত্রীকে খুঁজে বের করে ২ লক্ষ ৩০ হাজার টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক জয়নাল গৌরীপুরে লক্ষন ছাড়াই ১জন করোনা পজেটিভ গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরি ঠেকাতে এবার গোলাপী কার্ড! ভালুকায় বেতন বোনাসের দাবীতে মিল শ্রমিকদের বিক্ষোভ গৌরীপুরে তাঁতীলীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় হিটশকে সোঁনালী ধানের স্বপ্ন শেষ হালুয়াঘাটে ৫৩১৮৫ জন পরিবার পাচ্ছেন ভিজিএফ সুবিধা SHARES Matched Content দেশের খবর বিষয়: