গৌরীপুরে লক্ষন ছাড়াই ১জন করোনা পজেটিভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ কমল সরকার’ গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের সুতির পাড় গ্রামের আক্রান্ত ব্যক্তি (৩২)শরীরে কোন প্রকার করোনার লক্ষন ছাড়াই পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এ উপজলায় একমাত্র আক্রান্ত ব্যাক্তি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ক্লিনার হিসেবে কর্মরত ছিল। সে চাকুরির পাশাপাশি নিয়মিতভাবে এলাকায় মুদি দোকান পরিচালনা করে আসছিল। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন রকম করোনার উপসর্গ না থাকলেও হাসপাতালে চাকুরী করার কারনে তার রক্তের নমুনা গত ৫ মে পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে প্রেরন করা হয়। (১৩ মে) বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ পাওয়া যায়। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক’ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রবিউল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন আক্রান্ত ব্যক্তির শরীরে কোন প্রকার করোনার লক্ষন ছাড়াই পজেটিভ হওয়ার বিষয়টি অত্যন্ত ভাবনার বিষয়। কোন লক্ষন না থাকার কারনে সে এলাকায় দ্বিধাহীন ভাবে চলাফেরা করতো। তাই আক্রান্ত ব্যাক্তির মাধ্যমে এলাকায় কতজন সংক্রমিত হয়েছে তা নমুনা পরীক্ষা ছাড়া ধারনা করা অসম্ভব। বর্তমানে আক্রান্ত ব্যাক্তিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেয়া হয়েছে। উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও সেঁজুতি ধর জানিয়েছেন, তার পরিবারের কারো কোন উপসর্গ নেই। এর পরও তাদেরকে ১৪দিন হোমকোয়ারেন্টানে রাখাসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নেয়া হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে লক্ষন ছাড়াই পজেটিভ পরদিন নমুনা পরীক্ষায় আবার নেগেটিভ গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ১জনকরোনা পজেটিভগৌরীপুরেলক্ষন ছাড়াই