গৌরীপুরে লক্ষন ছাড়াই ১জন করোনা পজেটিভ

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

কমল সরকার’ গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের সুতির পাড় গ্রামের আক্রান্ত ব্যক্তি (৩২)শরীরে কোন প্রকার করোনার লক্ষন ছাড়াই পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

এ উপজলায় একমাত্র আক্রান্ত ব্যাক্তি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ক্লিনার হিসেবে কর্মরত ছিল। সে চাকুরির পাশাপাশি নিয়মিতভাবে এলাকায় মুদি দোকান পরিচালনা করে আসছিল। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন রকম করোনার উপসর্গ না থাকলেও হাসপাতালে চাকুরী করার কারনে তার রক্তের নমুনা গত ৫ মে পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে প্রেরন করা হয়। (১৩ মে) বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ পাওয়া যায়।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক’ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রবিউল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন আক্রান্ত ব্যক্তির শরীরে কোন প্রকার করোনার লক্ষন ছাড়াই পজেটিভ হওয়ার বিষয়টি অত্যন্ত ভাবনার বিষয়। কোন লক্ষন না থাকার কারনে সে এলাকায় দ্বিধাহীন ভাবে চলাফেরা করতো। তাই আক্রান্ত ব্যাক্তির মাধ্যমে এলাকায় কতজন সংক্রমিত হয়েছে তা নমুনা পরীক্ষা ছাড়া ধারনা করা অসম্ভব।
বর্তমানে আক্রান্ত ব্যাক্তিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেয়া হয়েছে।

উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও সেঁজুতি ধর জানিয়েছেন, তার পরিবারের কারো কোন উপসর্গ নেই। এর পরও তাদেরকে ১৪দিন হোমকোয়ারেন্টানে রাখাসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নেয়া হয়েছে।