ভালুকায় বেতন বোনাসের দাবীতে মিল শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মসিংহের ভালুকায় বেতন ও শত ভাগ ঈদ বোনাসের দাবীতে সোমবার দুপুরে মিল গেইটের ভিতরে বিক্ষোভ মিছিল করে জি,এম ও এজিএম সহ কর্মকর্তাদের অবরোধ্য করে রাখে উছমান গ্রুপের শ্রমিকরা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবী পূরণ করা হবে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, উপজেলার ৯নং ওয়ার্ড কাঠালী পৌর এলাকায় অবস্থিত উছমান গ্রুপের ইকরাম সুয়েটারের প্রায় ৫ হাজার শ্রমিক এপ্রিল ও মে মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবীতে সোমবার দুপুরে মিল গেইটের ভিতরে বিক্ষোভ মিছিল করে মিলের জেনারেল ম্যানেজার সহ কর্মকর্তাদের অবরোধ্য করে শ্রমিকরা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবী পূরণ করা হবে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, এপ্রিল মাসে আমাদেরকে ৬৫% বেতন দেওয়ার কথা থাকলেও ৪০ থেকে ৫০% বেতন দিয়েছে। মে মাসে মিল কর্তৃপক্ষ আমাদেরকে এভাবেই বেতন দিতে চাচ্ছে এবং ঈদ বোনাস ২৫% দেওয়ার ঘোষণা দিলে আমরা শত ভাগ বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবী জানাই। কর্তৃপক্ষ কর্ণপাত না করায় আমরা শান্তি প্রিয় ভাবে দাবী আদায়ের জন্য বিক্ষোভ শুরু করি। ডেপুটি জেনারেল ম্যানেজার মেজবাহ উদ্দিন জানান, আগামী কাল (আজ সোমবার) সরকারী বিধি মোতাবেক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। শিল্পপুলিশ জোন-৫ এর সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, ভালুকায় ইকরাম সুয়েটারের শ্রমিকরা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিকের সাথে কথা বলে সরকারী নিয়ম অনুযায়ী তাদের বেতন ও ঈদ বোনাস (সোমবার) পরিশোধ করা হবে আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। বর্তমানে মিল এলাকায় পরিবেশ শান্ত রয়েছে। Share this:FacebookX Related posts: ভালুকায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ ভালুকায় সরকারী হাসপাতালের গাফিলতিতে রাস্তায় সন্তান প্রসব ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট: মহিলা ও বৃদ্ধসহ আহত-৬ ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন ভালুকায় কটন মিলে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আবারো বিক্ষোভ ভালুকায় মামার হাতে ভাগ্নি খুন ভালুকায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে নতুন বউয়ের সামনে থেকে ধর্ষক গ্রেফতার ভালুকায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম থানায় মামলা, ইউপি চেয়াম্যানসহ আটক ৩ ভালুকায় ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ভূমি জালিয়াতি ভালুকায় শ্রমিকের লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: বেতন বোনাসের দাবীতেভালুকায়মিল শ্রমিকদের বিক্ষোভ