ডুমুরিয়ার ইউএনও আব্দুল ওয়াদুদ আইসিটি এ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ আতিয়ার রহমান,খুলনা : খুলনার জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ,সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যায়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সুচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার-২০২০-২০২১ পুরস্কারে ভূষিত হলেন ডুমুরিয়া নির্বাহী অফিসার। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করার জন্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর হাত থেকে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদ পত্র গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ । এসময় খুলনা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মজীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে মন্তব্য করে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ বলেন, যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব।তিনি আরো বলেন, আমার মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসক খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করার জন্য সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন স্যার ও খুলনার নবাগত জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার স্যারকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। জেলা প্রশাসক হেলাল হোসেন এর নেতৃত্বে রাষ্ট্রের রাষ্ট্রীয় কাজসহ সাধারণ জনগণের যেকোন কাজ দায়িত্ব নিয়ে কাজ করার জন্য সব সময় চেষ্টা করি। তিনি আরো বলেন, এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে দায়িত্ব পালনে আরো বেশি দায়বদ্ধ করবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে দেশের দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে এই প্রাপ্তি আমাকে উৎসাহ যোগাবে সামদিকে। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের সদস্যদের, আমার এই অক্লান্ত ছুটে চলা। একইসাথে ধন্যবাদ জানাই প্রিয় ডুমুরিয়াা পবাসীকে। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, উন্নত আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্ব দানের ক্ষমতা, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতাসহ ১৯ টি নির্ধারিত বিষয়ে সর্বোচ্চ স্থান অর্জন করায় এ পুরস্কার প্রদান করা হয়। Share this:FacebookX Related posts: সেই তিন বৃদ্ধের বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন ইউএনও, দিলেন চাল শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বাগেরহাটে বির্তক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আইসিটি এ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিতআব্দুল ওয়াদুদইউএনওডুমুরিয়ার