মাদকের টাকার জন্য মাকে নির্যাতন, ছেলেকে পুলিশে সোপর্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ২৫ বছর বয়সের যুবক রুবেল হোসেন এখন মাদকে আসক্ত। নেশার জন্য তার চাই হোরোইন। এ জন্য প্রয়োজন অর্থ। আর সেই অর্থ দিতে ব্যর্থ হলে বিধবা মাকে করা হয় নির্যাতন। কিন্তু এভাবে আর কতদিন! নিরুপায় হয়ে মা তার নেশাগ্রস্থ ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রাজশাহীর বাঘা থানায় এই ঘটনা ঘটে। রুবেল হোসেন মশিদপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। রুবেল এক সময় ভালো ফুটবল খেলোয়াড় ছিল। তার স্ত্রীসহ চার বছরের একটি সন্তান রয়েছে। গত দেড় বছর আগে নেশার জগতে প্রবেশ করে রুবেল। প্রথম দিকে ফেন্সিডিল সেবন করত। তারপর আসক্ত হয় ইয়াবায়। বর্তমানে হেরোইন ছাড়া তার একদমই চলেনা। এদিন দুপুরে ছেলেকে আদালতে প্রেরণের সময় থানা চত্বরে কথা হয় রুবেলের মা মেন্নেকা বেগমের সাথে। এ সময় তিনি বলেন, কোন মা কি এমনি এমনি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। নেশা উঠে গেলে কারো কোন কথা শুনে না। টাকার জন্য আমাকে মারধর তো করেই, সাথে আসবাবপত্রও ভাংচুর করে। তাই নিরুপায় হয়ে পুলিশকে খবর দিয়ে আমি তাকে থানায় সোপর্দ করেছি। আমি চাই, সে হাজত থেকে সংশোধন হয়ে ফিরে আসুক। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নেশাগ্রস্ত রুবেলের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে দুই পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ৭ বখাটে জেল হাজতে চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন ও ফেনসিডিলসহ আটক-২ রাজশাহীতে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ছেলেকেপুলিশে সোপর্দমাকে নির্যাতনমাদকের টাকার জন্য