স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ৭ বখাটে জেল হাজতে

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; জয়পুরহাটের ক্ষেতলালে স্কুলছাত্রীর (১৪) আত্মহত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত সাত বখাটেকে জেল হাজতে পাঠানো হয়েছে।বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল।
এর আগে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের সিহাব (১৯), একই গ্রামের জহুরুল ইসলাম (১৯), ইসলামপুর গ্রামের মোমিন (১৮), রামপুরা গ্রামের আশরাফুল ইসলাম (১৯), লিটন হোসেন (১৯), সুর্য্যবান গ্রামের আজিমুদ্দিন ইমন হোসেন (১৮) ও আটিগ্রামের সাজ্জাদুল (১৯)।

ওসি জানান, প্রাইভেট পড়তে যাবার পথে ওই স্কুলছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো সিহাব নামে এক বখাটে। স্কুলছাত্রীর অভিভাবক বার বার ওই বখাটেকে সতর্ক করেন। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাড়ির সামনে তার মাকে ধান শুকানোর কাজে সহযোগিতা করছিল। এমন সময় বখাটে সিহাবসহ সাত জন ওই স্কুলছাত্রীকে যৌন হয়রানীসহ তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে এলাকাবাসীরা ছুটে এলে বখাটেরা পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় একটি মামলা করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রী কিটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেয়ে পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।