১০ মাস ধরে করোনা পজিটিভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের ৭২ বছর বয়সি এক ব্যক্তি টানা ১০ মাস ধরে করোনাভাইরাসে সংক্রমিত। এত দীর্ঘ সময় করোনায় আক্রান্ত থাকার ঘটনা আর দেখা যায়নি বলে জানিয়েছেন গবেষকরা। ডেভ স্মিথ নামে এ ব্যক্তি একজন ড্রাইভিং প্রশিক্ষক। ১০ মাসে ৪৩ বার করোনা টেস্টে পজিটিভ হওয়ায় সাতবার তিনি হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও করে রেখেছিলেন বলে জানান তিনি। তবে সবকিছুকে জয় করে এখন সুস্থ আছেন স্মিথ। ‘আমি অবসর নিয়ে নিয়েছিলাম। পরিবারের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম,’ বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি। অসুস্থতার এ পুরো সময়ে স্ত্রী লিন্ডাও তার সাথে কোয়ারান্টিনে ছিলেন। লিন্ডা বলেন, ‘এমন অনেক সময় গেছে যখন আমরা ধরে নিয়েছি সে আর বাঁচবে না। নরকের যন্ত্রণা নিয়ে একটি বছর পার করেছি আমরা।’ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিষয়ক গবেষক এড মোরান বলেন, পুরো সময় জুড়েই স্মিথের শরীরে ভাইরাসটি সক্রিয় ছিল। ডাক্তাররা জানান, বিশেষ এক পদ্ধতির চিকিৎসায় স্মিথ সুস্থ হয়ে উঠেছেন। সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করার পর সুস্থ হন তিনি। এ চিকিৎসা পদ্ধতি যুক্তরাজ্যে ক্লিনিক্যালি অনুমোদিত নয়। সহানুভূতির জায়গা থেকে তাকে এমন চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসার ৪৫ দিনের মাথায় সুস্থ হয়ে ওঠেন তিনি। অর্থাৎ, অবশেষে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে তার। সে হিসেবে প্রথমবার আক্রান্ত হওয়ার ৩০৫ দিন পর সুস্থ হন এ ব্রিটিশ নাগরিক। দীর্ঘদিন যুদ্ধ করে করোনাকে জয়ের মুহূর্ত স্ত্রীকে সাথে নিয়ে শ্যাম্পেন পানের মাধ্যমে উদযাপন করেন স্মিথ। এদিকে দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ জানান, তার এখনো শ্বাসকষ্টের সমস্যা রয়ে গেছে। তবে তিনি দেশজুড়ে ভ্রমণ করেছেন, এমনকি নাতনীকে গাড়ি চালানোও শেখাচ্ছেন। সূত্র: ডয়েচে ভেলে। Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেমন হবে নতুন বাবরি মসজিদ পাকিস্তানে গার্মেন্টস ট্র্যাজেডি: ২ জনের মৃত্যুদণ্ড, খালাস নেতারা করোনা বিপর্যয়ের এক বছর, লাখ লাখ মানুষের প্রাণহানি সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি নতুন যুগে যুক্তরাজ্য, ব্রেক্সিট পরবর্তী অধ্যায় শুরু ভারতে প্রথম কোনো নারী ফাঁসির অপেক্ষায় করোনার নতুন ধরন শনাক্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ১০ মাস ধরেকরোনা পজিটিভ