রাজশাহীতে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর বাঁধের ধারে পান বরজে এ ঘটনা ঘটে। শনিবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মকবুল হোসেন (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা বলেন, গত শুক্রবার দুপুর ১ টার দিকে শিশুটি বাড়ির পশ্চিম পাশে বাঁধের ধারে হাঁস দেখতে যায়। প্রতিবেশী পিয়ারপুর বাঁধের ধার একই গ্রামের আহসান হোসেনের ছেলে মকবুল হোসেন (৪৩) শিশুটিকে ফুসলিয়ে পান বরজে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ সময় পান বরজে কেউ ছিল না। পরে বাড়িতে এসে একপর্যায়ে শিশুটি কান্নাকাটি করতে থাকে। বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে ঘটনাটি খুলে বলেন। শিশুটির মা বলেন, থানায় অভিযোগ করতে চাইলে অভিযুক্ত ব্যক্তি মকবুল হোসেনের বিহায় (ছেলে শ্বশুড়) আনারুল ইসলাম আমাদেরকে নানাভাবে হুমকি প্রদান করতে থাকে। স্থানীয় এক ইউপি সদস্য’র সহযোগিতায় শনিবার সকালে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে আসামি মকবুল হোসেনকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য রামেক ওসিসিতে ভর্তি করা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পরই পুলিশ দ্রুত আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে পুলিশের অভিযানে ৫১ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ করে হত্যা মামলার আসামি বন্ধুকযুদ্ধে নিহত রাজশাহীতে কলেজছাত্রী ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার রাজশাহীতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে আইপিএল ঘিরে জুয়া, আটক ৮ রাজশাহীতে ৩টি গাঁজার গাছ উদ্ধার,শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ৭ বখাটে জেল হাজতে SHARES Matched Content অপরাধ বিষয়: অভিযুক্ত গ্রেফতাররাজশাহীতেশিশু ধর্ষণ