ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পাইকগাছায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, গো-খাদ্য ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি এজাজ শফী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ৫০ শিশু পরিবারের শিশু খাদ্য, গো-খাদ্য, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, দুর্যোগ সহ যে কোন দুঃসময়ে সরকার মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সহ মহামারী করোনার কারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে। ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত সহ যাতে কোন মানুষের দুর্ভোগ না হয় এ জন্য প্রশাসন সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করছে বলে জেলা প্রশাসনের উর্দ্ধতন এ কর্মকতা জানান। Share this:FacebookX Related posts: খুলনায় দিনব্যাপী নিন্ম আয়ের শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য বিতরণ খুলনায় মাঝিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাইকগাছায় স্থায়ী ঠিকানা পাচ্ছে ২২০ ভূমিহীন পরিবার পাইকগাছায় দুই কোটি টাকা আত্মাসাতের অভিযোগে র্যাক ব্যবস্থাপক আটক পাইকগাছায় নতুন ঘর পাবে ২২০ ভূমিহীন পরিবার অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ক্ষতিগ্রস্থঘূর্ণিঝড়েজেলা প্রশাসনেরত্রাণ সামগ্রী বিতরণপরিবারের মাঝেপাইকগাছায়