১১০ কোম্পানি থেকে ৪১ হাজার ৫০ কোটি টাকা ভ্যাট আদায় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের তালিকাভুক্ত ১১০টি বড় কোম্পানি চলতি অর্থবছরের ১০ মাসে ৪১ হাজার ৫০ কোটি টাকা ভ্যাট দিয়েছে; যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৫ হাজার ২০৩ কোটি টাকা। বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) গত এপ্রিল মাস পর্যন্ত ভ্যাট আদায় পরিস্থিতি বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। চলতি বছরের জুলাই থেকে এপ্রিল এই ১০ মাসে সিগারেটের ব্যবসা বেড়েছে। এরই ধারাবাহিকতায় এলটিইউ এর তালিকাভুক্ত বড় দুটি সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভ্যাট দিয়েছে ২২ হাজার ৬১১ কোটি টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ইউনাইটেড ঢাকা টোবাকোর প্রদানকৃত এই ভ্যাট আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ হাজার ৪০০ কোটি টাকা বেশি। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক দেশের এই চারটি মোবাইল ফোন অপারেটর চলতি অর্থবছরের ১০ মাসে ভ্যাট দিয়েছে ৭ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। এলটিইউ এর তালিকাভুক্ত ১৭টি ব্যাংক ২ হাজার ৬৪৮ কোটি টাকার ভ্যাট, আবগারি শুল্ক সহ নানা ধরনের শুল্ক কর দিয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ বেশি। তালিকাভুক্ত ২৪টি ওষুধ কোম্পানি ২ হাজার ৬৩৪ কোটি টাকার ভ্যাট দিয়েছে। তালিকাভুক্ত চারটি কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পনি ভ্যাট দিয়েছে ৫০০ কোটি টাকা। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস ফ্লাইট অপারেশন চার্জ মওকুফ চায় এয়ারলাইন্সগুলো সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত বাজেট প্রস্তাবে কোন মন্ত্রণালয় ও বিভাগ কত কোটি টাকা বরাদ্দ পেল রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী ঢাকা চেম্বারের নতুন সভাপতি হলেন রিজওয়ান রাহমান পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ১১০ কোম্পানি থেকে৪১ হাজার ৫০ কোটি টাকাভ্যাট আদায়