আড়িয়াল খাঁ নদ থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে আব্দুল মান্নান মনা (২৬) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল মান্নান বেলাব উপজেলার রাজারামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে জামালপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে নদ থেকে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, গত সোমবার একই গ্রামের বন্ধু লিটনের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন মনা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের দুদিন পর বুধবার তার লাশ পাওয়া যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।