ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। বুধবার সকালে ৫.৮ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতত্ত্ববিদ ড. লোকবিজয় অধিকারী বলেন, বুধবার স্থানীয় সময় ৫টা ৪২ মিনিটে লামজং জেলার ভুলভুলিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

প্যারিসের একটি ভূতাত্ত্বিক নজরদারি সংস্থার পক্ষে জানানো হয়েছে, ভারতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের কিছু জায়গায় কম্পন ধরা পড়েছে। তবে তা খুব একটা অনুভব করতে পারেননি স্থানীয়রা।