বোদায় গম সংগ্রহের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৫ এপ্রিল (রবিবার) উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বোদা খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মখলেছার রহমান জিল্লুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুজ্জামান ও ওসি এলএসডি আলিফ রেজা প্রমূখ। এবার ২৮ টাকা প্রতি কেজি দরে উপজেলা লটারীপ্রাপ্ত কৃষকদের কাজ থেকে ৯১০ মেঃ টন গম ক্রয় করা হবে বলে খাদ্যগুদাম কর্মকর্তা জানান। এ সময় কৃষক মোজাহরুল ইসলাম ও ইউসুফ দুলালের কাছ থেকে এক টন গম সংগ্রহ করে এর উদ্বোধন করেন। এর আগে বোদা উপজেলায় এ বছরের চলতি মৌসুমে ৯ শত ১০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ কেরেছে সরকার । জানা যায়, নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি গমের মূল্য নির্ধারন করা হয়েছে ২৮ টাকা। সকালে উপজেলা হলরুমে কৃষকদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। Share this:FacebookX Related posts: বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বোদায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন সূর্যমুখী ফুলের হাসিতে হাসছে পঞ্চগড় SHARES Matched Content দেশের খবর বিষয়: গম সংগ্রহের উদ্বোধনবোদায়