বোদায় গম সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৫ এপ্রিল (রবিবার) উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বোদা খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মখলেছার রহমান জিল্লুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুজ্জামান ও ওসি এলএসডি আলিফ রেজা প্রমূখ।

এবার ২৮ টাকা প্রতি কেজি দরে উপজেলা লটারীপ্রাপ্ত কৃষকদের কাজ থেকে ৯১০ মেঃ টন গম ক্রয় করা হবে বলে খাদ্যগুদাম কর্মকর্তা জানান। এ সময় কৃষক মোজাহরুল ইসলাম ও ইউসুফ দুলালের কাছ থেকে এক টন গম সংগ্রহ করে এর উদ্বোধন করেন।

এর আগে বোদা উপজেলায় এ বছরের চলতি মৌসুমে ৯ শত ১০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ কেরেছে সরকার । জানা যায়, নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি গমের মূল্য নির্ধারন করা হয়েছে ২৮ টাকা। সকালে উপজেলা হলরুমে কৃষকদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।