গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়া (৩০) কে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজারে এ অবরোধ করা হয়। লাজু মিয়া উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। বিক্ষুব্ধরা জানান, লাজু মিয়া পার্শ্ববর্তী হরিপুর গ্রামের আজাল শেখের ছেলে উজ্জল হকের স্ত্রী গৃহবধূ নাজমিন বেগম (২২) এর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। এরই জের ধরে ১লা জানুয়ারী নববর্ষের রাত ৯ টার দিকে লাজু মিয়া মোটর সাইকেল নিয়ে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে তার বাড়ীর পাশের বাঁশ ঝাড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন গণধোলাই দিলে লাজু মটরসাইকেল রেখে পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য শালিশ বৈঠক হলেও অমিমাংসিত থেকে যায়। গ্রাম্য শালিশে লম্পট লাজু’র বিচার না পেয়ে নাজমিনের পরিবার ও বিক্ষুদ্ধ স্থানীয় জনগণ আজ এই সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় ১ ঘন্টা পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয় । এদিকে, ওই গৃহবধূর মা লাভলী বেগম জানান, এ ঘটনায় দুপুরের দিকে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় থানায় একটি অভিযোগ দিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। Share this:FacebookX Related posts: গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের লালমনিরহাটে করোনা শনাক্ত খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী অবশেষে রংপুর মেডিক্যাল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ হলো পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: গোবিন্দগঞ্জেবিচারের দাবিতেলম্পট লাজু মিয়ারসড়ক অবরোধ