বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌর সভাধিন দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বোদা পৌর প্রশাসন।

৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বোদা পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার বোদা বাসষ্ট্যান্ড কুলি শ্রমিক, সাতখামার কুলি শ্রমিক, বোদা বাজার দর্জি শ্রমিক, সিএনজি শ্রমিক ও মুচি ২ শত নিম্ন আয়ের মানুষের মাঝে ২ শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, পৌর মেয়র অ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা সহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। বিতরণ কৃত খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও একটি সাবান। জিআরের বরাদ্দ থেকে এসব বিতরণ করা হয়।