লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেল লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে থাকা লাখ লাখ টাকার কৃষি সরঞ্জাম।মঙ্গলবার বিকেলে হঠাৎ গুদামের ভেতর থেকে কালো ধোয়া বের হতে দেখেন কৃষি অফিসের কর্মচারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টায় চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। গুদামের ভেতরে থাকা একটি ট্রাক্টর, একটি ধান কাটার যন্ত্র, একটি রাইস ট্রান্সপ্লান্ট মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি অক্ষত উদ্ধার করা হয়।

অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা হামিদুর রহমান। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।