বোদায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৬ জুলাই (বৃহস্পতিবার) বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষ চারা রোপন করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ ১৬ জুলাই বৃহস্পতিবার এই কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বোদা উপজেলায় বন ভিাগের উদ্যোগে বিনামূল্যে ২১ হাজার বৃক্ষ চারা রোপন ও বিতরণ করা হবে।

এ সময় বোদা থানার ওসি আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. এ এস আই রাজিউল করিম রাজু, বোদা উপজলা পরিষদর ভাই চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুসহ বোদা উপজেলা পরিষদের ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।