গৌরীপুরে ভাইয়ের বাড়িতে ভাইয়ের হামলা-আহত-৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের নেতৃত্বে বড় ভাইয়ের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে এ উপজেলার গাও রাম গোপালপুর গ্রামে আব্দুস ছোবানের (৫৫) বাড়িতে সশস্ত্র এ হামলা করেন ছোট ভাই একরাম হোসেন (৪০) ও তার লোকজন। হামলায় আহত হন আব্দুস ছোবান, তার স্ত্রী তাছলিমা (৪০), ছেলে তারেক রহমান (২০) ও সোেেলমান (১৫)। আব্দুস ছোবান জানান, ছোট ভাই একরাম হোসেনসহ অন্য ভাইদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। ঘটনারদিন সকাল ১০ টার দিকে তিনি তার নিজ পুকুর পাড়ে বেড়া দিচ্ছিলেন। এসময় একরাম এসে তাকে জোরপূর্বক বাঁধা দেয়। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে একরামের নেতৃত্বে ১৫ জন রামদা, বল্লম, লাঠি ও ইট নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করে। এসময় কুপিয়ে ও পিঠিয়ে আহত করা হয় আব্দুস ছোবান এবং তার স্ত্রী ও দুই ছেলেকে। হামলা থেকে রক্ষা পায়নি বাড়ির গৃহ পালিত পশু গরু ও হাঁস মুরগীগুলো। হামলার পর তাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না। পরে পুলিশ ঘটনাস্থেেল পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে তিনি জানান। এ বিষয়ে মন্তব্য জানতে একরাম হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা গৌরীপুরে অসহায় মানুষের পাশে ওসি বোরহান উদ্দিন গৌরীপুরে আনসার ভিডিপি’র মাঝে খাদ্য সহায়তা প্রদান গৌরীপুরে কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ব্যাচ ৯৫ গৌরীপুরে অষ্ট্রেলিয়া প্রবাসী লাভলীর খাদ্য সহায়তা গৌরীপুরে ছাত্রলীগ নেতার নিজ ক্ষেতের ধান বিতরণ গৌরীপুরে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু গৌরীপুরে করোনা’র নমুনা সংগ্রহে ‘স্বপ্নের গৌরীপুর’র বুথ স্থাপন গৌরীপুরে ৭শ অসহায় পরিবার পেয়েছে খাদ্য সহায়তা গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত-৪গৌরীপুরেভাইয়ের বাড়িতেভাইয়ের হামলা