আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ জানুয়ারি (মঙ্গলবার) সকালে আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।