খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বৌদি খাবার নিয়ে আসছি, আমি আপনাদের মেয়র টুটল। আখের ভাই দরজা খুলুন, আমি মেয়র টুটুল। রাত-দিন খাদ্যসামগ্রী হাতে নিয়ে এইভাবেই ছুটে যাচ্ছেন কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের দ্বারে দ্বারে। কর্মহীন অসহায় মানুষগুলো খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের প্রতি।

দুই হাতে ১৫ থেকে সাড়ে ১৫ কেজি ওজনের বস্তা হাতে নিয়ে পৌর এলাকার মহল্লায়, মহল্লায় আর রাস্তার পাশে দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।

পৌর এলাকার বিধবা নারী চন্দনা রাণী বলেন, ‘দেশে যে রোগ আসছে, তার জন্য সরকার বলেছে, বাড়ির বাহিরে যাওয়া যাবে না। তাই আমার ছেলেকে বাহিরে কাজ করতে যেতে দেয়নি। যা জমানো ছিলো, ক’দিনে তা শেষ হয়ে গেছে। ঠিক তখনি আমাদের মেয়র সাহেব বাড়িতে নিজে এসে চাল, ডাল আলু, লবণ দিয়ে গেছে। এখন আর কোন চিন্তা নেই।’

হতদরিদ্র আখের আলী বলেন, ‘করোনা সতর্কতার কারণে বাহিরে গিয়ে কোন কাজ-কাম করতে পারছি না। মেয়র টুটুল আজ ভোর রাতে এসে খাদ্যসামগ্রী দিয়ে গেছে। ছেলে মেয়েদের নিয়ে বড় চিন্তায় ছিলাম। তার সাহায্য পেয়ে বড় শান্তিতে আছি।

এ বিষয়ে মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নির্দেশে ‘পৌর এলাকায় ৭ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ৫’শ গ্রাম লবণ তাদের বাড়িতে বাড়িতে আমি নিজে গিয়ে পৌঁছে দিচ্ছি। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।’

তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবেলা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কেউ অযথা বাড়ির বাহিরে ঘোরাফেরা করবেন না, সবাই ঘরে থাকবেন।অসহায় মানুষদের কোন চিন্তা নেই, খাদ্যসামগ্রী আরও আছে। আমি জীবিত থাকা অবস্থায়, আপনাদের কাউকে না খেয়ে মরতে দিব না, আমি খাবার সবার বাড়ি বাড়ি দিয়ে আসব।’ তিনি সমাজের বিত্তবান মানুষদের ক্ষুধার্তদের পাশে দাঁড়াবার আহ্বান জানান।