হরিণের মাংসসহ আটক ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বকুলতলা গ্রামের আলীরাজ হোসেন (২০) ও রেজাউল হাওলাদার (২২)। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই পাচারকারী বিক্রির জন্য একটি মোটরসাইকেলযোগে হরিণের মাংস নিয়ে যওয়ার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মাংসগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের বাংলাদেশ অংশে চারটি রেঞ্জর ১৮টি রাজস্ব অফিস, টহল ফাঁড়িগুলোতে জনবলের সংখ্যা মাত্র ৮৮৯ জন। এর মধ্যে পূর্ব বিভাগে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এই অপ্রতুল জনবল দিয়ে বিশাল এই সুন্দরবনের প্রাণ-প্রকৃতিকে দেখভাল করা একটি দুরহ কাজ। সাম্প্রতিক সময়ে বাঘ, হরিণ হত্যার পাশাপাশি খালে বিষ দিয়ে মাছ শিকার ও আগুন দস্যুদের হাত থেকে সুন্দরবন রক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট প্রেট্রোলিংসহ সব ধরনের পাহারা জোরদার করা হয়েছে। পাশাপাশি লোকালয়ে বাড়ানো হয়েছে নজরদারী। তিনি আরও জানান, বন্যপ্রাণী শিকার-পাচারকারীসহ বিষ ও আগুনদস্যুদের তালিকা করা হচ্ছে। অবাঞ্ছিত কোন লোকজনকে সুন্দরবনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। একইসঙ্গে সুন্দরবনের সব ধরনের সম্পদ আহরণের পাশ-পারমিট বন্ধ করে দেয়া হয়েছে। সুন্দরবন রক্ষায় বন বিভাগ তৎপর রয়েছে। Share this:FacebookX Related posts: যশোরের বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার: আটক-২ অবৈধ গাইড-গ্রামার বই জব্দ, আটক ২ বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আটক-২ বাগেরহাটে হরিণের মাংসসহ একজন আটক শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বাগেরহাটে বির্তক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আটক ২হরিণের মাংসসহ