গৌরীপুরে সাড়ে ৩৫ হাজার প্রাথমিক শিক্ষার্থীকে বিস্কুট বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ৭, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ২৭১ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ হাজার ৬০৩ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় তালে হোসেন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিস্কুট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শোয়েব মুন্সীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকার পারভীন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। এতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা শাহজাহান কবির প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, এ উপজেলা ১৭৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি মাদ্রাসায় ৩৫ হাজার ৬০৩ জন শিক্ষার্থীর মাঝে একযুগে ১২ হাজার ৮১৭ কার্টুন স্কুল ফিডিংয়ের এককালীন বিস্কুট বিতরণ করা হয়েছে। এতে প্রতি শিক্ষার্থী এককালীন ৩৬ প্যাকেট বিস্কুট পেয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ইউএনও ও শিক্ষা অফিসারের অভিযানে ২৭ মাদরাসা বন্ধ ঘোষণা গৌরীপুরে এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৫১ শিক্ষার্থী গৌরীপুরে অধ্যক্ষের গাফিলতির কারণে ফেরত গেলো প্রতিষ্ঠানের ৭০ লাখ টাকা গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুরে করোনা ভাইরাসে করণীয় শীর্ষক প্রচারপত্র বিতরণ ও সমাবেশ গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা অনুষ্ঠান গৌরীপুরে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু মানুষের উপচে পড়া ভীড় গৌরীপুরে কর্মহীনদের মাঝে ছাত্রলীগ নেতা শাহীনের ঈদ উপহার গৌরীপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু গৌরীপুরে দেড় বছর ধরে ভিজিডি’র চাল পাচ্ছেনা ১৫ নারী গৌরীপুরে এলজিএসপির টাকায় স্কুলের নতুন ভবন গৌরীপুরে পৌর মেয়রের উদ্যোগে সোলার স্ট্রীট লাইট স্থাপন SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেপ্রাথমিক শিক্ষার্থীকেবিস্কুট বিতরণসাড়ে ৩৫ হাজার