মদনে মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলে, বঞ্চিত সাধারণ মানুষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের মুক্ত জলাশয় পিংলাবিল প্রভাবশালীরা দখলে নিয়ে বাঁধ নির্মাণ করায় নৌ চলাচল ব্যহতসহ সাধারন লোকজন মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে বলে এলাকাবাসী একটি লিখিত অভিযোগ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে দাখিল করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভূমি অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের পিংলা বিলে ৮৫৭ নং দাগে ১৪ একর খাস জমিসহ প্রায় ১শ একর জমি রয়েছে। এক সময় এ বিলে মাছ ধরে এলাকার শতাধিক হতদরিদ্র লোক জীবিকা নির্বাহ করত। গত কয়েক বছর ধরে এলাকার একটি প্রভাবশালী মহল উক্ত বিলের খাস জমিতে মাছ ধরার ডোবা তৈরি করে তাদের দখলে নিয়ে যাওয়ায় সাধারন লোকজন মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। প্রভাবশালীরা গত বছর উক্ত খাস জমি দখল করে ভ্যাকু দিয়ে নতুন আরো ডোবা তৈরীর প্রস্তুতি নিলে উপজেলা প্রশাসন সরজমিন পরিদর্শন করে ভ্যাকুটি জব্দ করে চাবি নিয়ে যায়। পরে এ প্রভাবশালী মহলটি সুকৌশলে রাতের আধারে ভ্যাকুটি অন্যত্র নিয়ে গেলে বিষযটি ধামাচাপা পড়ে যায়। এ বছর আবারো মুক্ত জলাশয় পিংলা বিল ৩ লাখ ২০ হাজার টাকায় ইজারা দিয়েছে প্রভাবশালী মহল। পত্তনকারী বিলের মাছ ধরার জন্য বিলের মূল প্রবেশ পথ ব্রীজের মুখে বানা ও জাল ফেলে বাঁধ দেয়ায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সরজমিনে গেলে দেখা যায়, বিলের মূল প্রবেশ পথ ব্রীজের নিচে বাঁশের বানা ও জাল দিয়ে বাঁধ দিয়ে রেখেছে। এতে কোনো নৌকা বিলের ভিতরে প্রবেশ করতে পারছে না। সাধারণ লোকজন ঠেলা জালি ও টাক জাল দিয়েও মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় বাঁধের পাশে উপস্থিত স্থানীয় রহিছ উদ্দিন, মুজিবুর রহমান, রহিছ খান, বাবুল ও আশরাফ আলী তাং জানান, এক সময় এ বিলে মাছ ধরে ফতেপুর ৫ পাড়ার সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন ঠেলাজালি ও টাকজাল দিয়েও মাছ ধরার সুযোগ নেই। প্রবেশ পথে বানা ও জাল দিয়ে বাঁধ দেয়ায় আমরা নৌকা দিয়ে মালামাল নিয়ে বাড়িতে যেতে পারি না। প্রভাবশালী মহলটি খাস জমি দখল করে পত্তন দিয়ে দিয়েছে। পিংলাবিলের বাঁধ নির্মাণ ও পত্তনকারী জহিরুল ইসলাম জানান, আমি পিংলা বিলের ২৩ ডোবার মালিকদের নিকট থেকে ৩লাখ ২০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য পত্তন নিয়েছি। মাছ ধরার সুবিধার্থে ব্রিজের নীচে এ বাঁধটি দিয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, পিংলা বিলের ব্যাপারে এলাকাবাসী ইউএনও স্যারের নিকট একটি অভিযোগ দিয়েছে। গত বছর এ বিলের খাস জমিতে মাছ ধরার ডোবা তৈরি করার সময় প্রশাসনের নির্দেশে আমি একটি ভ্যাকু আটক করি। কিন্তু সুচতুর চক্রটি পরিকল্পিতভাবে ভ্যাকুটি রাতের আধাঁরে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী জানান, এ বিলের খাস জমিতে কিছু লোকজন ডোবা তৈরি করে পত্তন দিয়েছে। তবে আমি চাই এ বিলটি উন্মুক্ত জলাশয় হিসেবে থাকুক। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলব। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, পিংলাবিলের ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিলটি প্রভাবশালী মহলের নিকট থেকে উদ্ধার করে খাস কালেকশনে দেয়া হবে। Share this:FacebookX Related posts: মদনে স্বামীকে এসিড নিক্ষেপ, স্ত্রী শ্রীঘরে নেত্রকোনার মদনে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত মদনে আ. লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার মদনে ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রভাবশালীদের দখলেবঞ্চিত সাধারণ মানুষমদনেমুক্ত জলাশয়